lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
Last Updated 2023-02-15T13:02:51Z
মাদক

সাঁথিয়ায় ৬৫০ গ্রাম হেরোইন সহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

Advertisement


  

নিজস্ব প্রতিনিধি:-পাবনার সাঁথিয়ায় ৬৫ লাখ টাকার হেরোইনসহ সীমা খাতুন (২৮) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী। সে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কাশিনাথপুর পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা। 


সাঁথিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্বে অভিযান চালিয়ে সীমা খাতুনকে ৬৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। 


র‌্যাব ওই দিন রাতেই সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। উদ্বারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা হবে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।


এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সীমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) তাকে  আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।