lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-25T12:25:46Z
ক্রীড়া

সালথার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisement

 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ রাজউকের যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ূন কবিরের সার্বিক তত্ত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকশিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।