Advertisement
আলমগীর হুসাইন অর্থ:- গতকাল ১২ই ফেব্রুয়ারী ( রবিবার) বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুর নাম চুড়ান্ত করেন দলের সভানেত্রী শেখ হাসিনা। সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের একক আধিপত্য থাকায় ২২তম রাষ্ট্রপতি হিসেবে তার নিয়োগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র।
এদিকে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ায় তার নিজ জেলা পাবনাতে চলছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মহা উৎসব। তারই অংশ হিসেবে আজ ১৩ই ফেব্রুয়ারী ( সোমবার) সকালে এক বিরাট আনন্দ শোভাযাত্রার আয়োজন করে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি আমিরুল ইসলাম শানুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান মুকুল, প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।আনন্দ শোভাযাত্রায় প্রায় ৩২০-৩৩০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
আনন্দ শোভাযাত্রা শেষে ভবিষ্যৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কে অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমিরুল ইসলাম শানু, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন ও কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান মুকুল।
আনন্দ শোভাযাত্রা শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।