সোমবার 7 এপ্রিল 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-25T07:43:33Z
আইন ও অপরাধ

নরসিংদীতে দূর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য নি হ ত

Advertisement

 

বিনা আক্তার রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা :

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে দূর্বৃত্তদের গুলিতে  সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

আজ শনিনার সকালে মেঘনার শাখা পাগলা নদীর পাড় বড়ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত  মো. স্বপন আহমেদ (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয় নি। 

জানা যায়, তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক ও তার বিরুদ্ধে হত্যা, লুটপাট ঘটনায় ১২ টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত স্বপন পুলিশের ভয়ে রাতে নদীতে নৌকায় অবস্থান করতেন। গতকাল রাতে তার পাগলা নদীর বড়ঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

রায়পুরা থানার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই মুস্তাফিজুর রহমান  বলেন, সকাল ৯.৩০ টার দিকে আমরা শুনেছি গুলিবিদ্ধ অবস্থায় সাবেক ইউপি সদস্য  স্বপন আহমেদের লাশ নদীর পাড়ে পড়ে আছে। 

 লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।