Advertisement
মোঃ রিয়াজুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধিঃ
'আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে'
আজ ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস৷ এ দিবসকে ঘিরে আনন্দে মেতেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীসহ আশেপাশের নানান বয়সী নানান পেশার বিনোদন পিপাসু লোকজন।
বসন্তের ছোঁয়ায় হাতে ও মাথায় ফুল দিয়ে এবং রঙ-বেরঙের শাড়ি ও পাঞ্জাবি পড়ে শিক্ষার্থীসহ এসব লোকজন ক্যাম্পাসে এসে বরণ করে নিয়েছে ঋতুরাজকে।
সরজমিনে গিয়ে দেখা যায়, পড়ন্ত বিকেলে প্রশাসনিক ভবনের সামনে নানা ফুলের সমারোহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা বয়সী লোকজনের উপচে পড়া ভীড়।
অপর দিকে সিঙ্গেল এ্যসোসিয়েনের পবিপ্রবি শাখা সভাপতি সিহাব উদ্দিন বুখারীর নেতৃত্বে বিকেল ৪টায় দিকে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি চত্ত্বর এলাকায় শেষ হয়ে ক্যাম্পাসের সকল পিওর সিঙ্গেলদের নিয়ে আসিফ আকবর, মনির খান সোহাগসহ বিভিন্ন শিল্পীর বিরহী গান বাজিয়ে বিনোদন করতে দেখা গেছে।
বসন্ত বরণ সম্পর্কে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রেজওয়ানা হিমেল বলেন, নতুন ফুলের ঘ্রাণ নিয়ে ঋতুরাজ বসন্তের আগমন। সাত বছরের ক্যাম্পাস জীবনে আমরা সিঙ্গেলরা এ দিনটিকে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করছি।
হিমেল হাওয়ার ছোঁয়া নিয়ে ঋতুরাজ বসন্তের আগমন উল্লেখ করে বিনোদন পিপাসু সাংবাদিক দম্পতি পিযুষ কান্তি বিশ্বাস ও অপর্না অপু বাংলাদেশ প্রকাশকে জানান, বসন্ত বরণের পাশাপাশি ভালোবাসা দিবসের অংশ হিসেবে প্রিয় মানুষের সাথে ঘুরতে বের হয়ে সেলফি তোলা, ফুল বিনিময় করা ও আড্ডায় মেতে উঠতে আমাদের ভালো লাগে।