Advertisement
সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:- জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের উদ্যোগে প্রয়াত সর্বেশ্বর সরকারের বহির্বাটীতে মহানাম যজ্ঞানুষ্ঠান ও ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। প্রতিদিন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন।
মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি বিমল বন্ধু সরকারের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হেমেন্দ্র নাথ চৌধুরীর পৃষ্টপোষকতায় ৪ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ৯টি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন। এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন নঁওগার নয়ন কিশোর হালদার, শ্রীদেবী মাধুরী রাণী ও ফরিদপুরের রামকৃষ্ণ অধিকারী। এবার এ অনুষ্ঠানে প্রায় ৫ হাজার ভক্তের আগমন ঘটে। মঙ্গলবার কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।
আয়োজক কমিটির কোষাধ্যক্ষ শ্যামল সরকার বলেন, প্রতি বছর আমরা গ্রামের সকলে মিলে এ মহানামযজ্ঞ ও লীলা কীর্তনের আয়োজন করে থাকি। এবার ১১ বছরের মতো আয়োজিত অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ।