Advertisement
হেদায়তুল নয়ন,নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে আড়াইশো গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি কে গ্রেফতার করেছেন পুলিশ।
গত সোসবার ১৩ ফেব্রুয়ারি রাতে উপজেলার ডমরী গ্রাম রাস্তা থেকে তাদেরকে ইফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ডুমুরিয়া গ্রামের আকাশ মন্ডলের ছেলে নুর আক্তার লিটন (৪৫) ও মঠ পকুরিয়া গ্রামের রইজ উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম (২৫)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যআদমদীঘির ডুমুরীগ্রাম গ্রাম জনৈক নাসির মণ্ডলের নির্মানাধীন বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান করিয়া কতিপয় ব্যক্তি মাদক সেবনকারীদের নিকট মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার সহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেন।
এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে এবং দুই মাদককারবারীকে আদালতে প্রেরন করা হয়েছে।