lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-12T16:32:40Z
ব্রেকিং নিউজ

রামগড় তথ্য অফিসের আয়োজনে হকটিলায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক

Advertisement


 

ফারজানা আক্তার, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের আয়োজনে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের হক টিলার আশ্রয়ন প্রকল্পে  উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। 


১২ই জানুয়ারি ২০২৩ রবিবার বিকাল ৪ঘটিকায় রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার  মোঃবেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়)হাসিনা আক্তার। তিনি  তাঁর বক্তব্যে বলেন, "আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি সেক্টরে কাজ করে যাচ্ছেন।  আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে সে লক্ষ্যে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মাধ্যমে তৃণমূলে জনসাধারণের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করেছে। মানুষ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হচ্ছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশাল একটি অংশকে বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষকে আশ্রয় দিয়েছেন।"


উক্ত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার।

উক্ত উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্প,নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,পরিবেশ সুরক্ষা,  বিনিয়োগ বিকাশ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কোভিড-১৯ টিকার প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় ডোজের সাথে দ্বিতীয় বুস্টার ডোজ অর্থাৎ চতুর্থ ডোজ গ্রহণের মাধ্যমে সরকারের চলমান কার্যক্রমে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। উক্ত উন্মুক্ত বৈঠকে হক টিলার নেতৃস্থানীয় তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন।