Advertisement
মাহতাবুর রহমান,নিজস্ব প্রতিবেদক:
নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বেগম জিয়ার মুক্তির দাবি সহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপি জেলা পদযাত্রার আয়োজন।
বরগুনা শহরের বিএনপি রোডের বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকে বরগুনা জেলার ৬ উপজেলা থেকে বিএনপি ও তার ১০ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হতে শুরু করে। বিএনপির এই প্রোগ্রাম সফল করার লক্ষ্যে অতিথি হিসেবে উপস্থিত সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির আহব্বায়ক ফারুক মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজ আহসান মুসা সহ ৬ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
পদযাত্রার শুরুতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ আজ দিশেহারা, সরকার এখন পথ খুঁজে পাচ্ছে না। তিনি আরও বলেন মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দী খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী। আমরা এই সরকারের অধীনে বা এই সরকারের আয়োজন করা নির্বাচনে যাবো না।
এরপর সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে বিএনপি অফিসের সামনে থেকে শুরু করে সদর রোড ঘুরে আবার বিএনপি অফিসের সামনে এসে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।