lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-13T16:14:09Z
জেলার সংবাদ

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর স্থান পরিবর্তন

Advertisement

 

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ  নং- রাজ-২৬৪  এর নাম ও স্থান পরিবর্তন সহ  নতুন সাইনবোর্ড এর শুভ উদ্বোধন  করা হয়।  শ্রমিক নেতারা জানান, পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং - রাজ- ২৬৪  পুর্বের প্রধান কার্যালয়  ছিলো বাস টাড়মিনাল এখন তা পরিবর্তন করে   বর্তমানে  পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কাভার্ডভ্যান  ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ  নং- রাজ-২৬৪  যা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিঃ নং - বিঃ ১৭২৪ এর অন্তর্ভুক্ত। 

এবং বর্তমানে স্থান পরিবর্তন করে প্রধান কার্যালয় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল তেলীপাড়া পঞ্চগড়ে করা হয়েছে। নাম ও স্থান পরিবর্তন করা সহ বিকেলে নতুন সাইনবোর্ড এর শুভ উদ্বোধন  করা হয়। 

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী সহ সংগঠনের সকল শাখার নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। 

এবং রাতে সকলের প্রীতিভোজের আয়োজন করেন নতুন স্থান পরিবর্তনকারী শ্রমিক নেতারা  ।