Advertisement
আল আমিন স্বাধীন,মান্দা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার-দেলুয়াবাড়ি রাস্তার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ইকরামুল হক (১৮)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বলিয়াডাঙ্গা গ্রামের আহসান আলীর ছেলে ও পেশায় ট্রাক্টরের শ্রমিক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার দামনাশ এলাকার একটি ইটভাটা থেকে ট্রাক্টরে ইট ভর্তি করে চালক রকেটের সঙ্গে নিহত ইকরামুল হক মান্দা উপজেলার চকগোপাল গ্রামে আসেন। ইটগুলো হাসান আলীর বাড়িতে নামিয়ে দিয়ে তারা দু’জনে নিজ এলাকায় ফিরছিলেন। পথে বটতলা এলাকায় আবদুস সামাদের স’মিলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইকরামুল হক। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ইকরামুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।