lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-12T10:14:13Z
আইন ও অপরাধ

দক্ষিন সুরমায় ছাবের নামে এক ব্যাক্তি পুলিশের হাতে আটক

Advertisement


 

দক্ষিন সুরমা প্রতিনিধিঃ-গত ১৮ ডিসেম্বর ২০২২ দক্ষিন সুরমা থানার বাসিন্দা সবুজ মিয়া বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে একটি অভিযোগ দায়ের করেন। যাহা দক্ষিন সুরমা সিআর মামলা নং ৩০৩/ ২০২২/ দন্ডবিধির ৪৪৮/৩৮৫/৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৫০৬/৩৪ ধারায় এতে অভিযুক্ত করা হয় মো সামসুল ইসলাম, মোঃ লতিফুর রহমান, মোঃ ইব্রাহিম, মো ছাবের রহমান সহ আরো ৪/৫ জনকে। দরখাস্তের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত মামলাটি এফআইআর করার জন্য দক্ষিণ সুরমা থানা এসএমপি সিলেট কে ফৌজদারী কার্যবিধির ১৫৬ (৩) ধারা মোতাবেক নির্দেশ প্রদান করেন। 


দক্ষিণ সুরমা থানা আদালতের নির্দেশ মোতাবেক মামলাটি এফআইআর করে। দক্ষিণ সুরমা থানার মামলা নং ০৯ – তারিখ ২০/ ১২/ ২০২২ইং ধারা ৪৪৮/৩৮৫/৪০৬/৪২০ /৪৬৮/ ৪৭১/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।

বিগত ৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজান মোঃ ছাবের নামে এক আসামীকে ঐ দিন সন্ধ্যায় আটক করে পর দিন আাসামীকে আদালতে চালান করা হয়।


বাদীর একাধিক  অভিযোগ এসআই মিজানের উপর এবিষয়ের সত্যতা জানার জন্য এসআই মিজানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমাকে জানালে আমি গুরুত্বের সাথে দেখবো।