lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-15T10:06:28Z
জাতীয়

কচুয়ায় বীর নিবাস পেলেন ৩৭ অসচ্ছল মুক্তিযোদ্ধা

Advertisement

 



সূর্য্য চক্রবর্তী(বগেরহাট)প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫ হাজার ‘বীর নিবাস’ হস্তান্তর করেছেন।

১৫ই ফেব্রুয়ারি (বুধবার) সকাল সারে ১১ টায় গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। 
তারই ধারাবাহিকতায় কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনাতয়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের দেওয়া বরাদ্দকৃত ৩৭ টি বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার  নিয়াজ ইকবাল,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ,সহ-সভাপতি দিদার জাহিদুল ইসলাম বুলু সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রমূখ।
এদিকে জানাযায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে এক একটি ঘরের পিছনে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৪ লাখ টাকা।তারই হিসাব অনুযায়ী কচুয়া উপজেলায় ৩৭টি ঘর নির্মাণের ব্যায় হয়েছে ৫ কোটি ১৮ লক্ষ টাকা।