lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-12T16:38:03Z
ব্রেকিং নিউজ

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের বিরামপুর পৌরসভা পরিদর্শন

Advertisement


 

বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভা পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগ দিনাজপুর উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান। পরিদর্শনের সময় তিনি পৌরসভার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।


আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরসভা পরিদর্শন আসেন উপ-পরিচালক।এসময় উপ-পরিচালককে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ও পৌর পরিষদের কাউন্সিলরগণ ফুল দিয়ে স্বাগত জানায়। পরে উপ-পরিচালক পৌরসভার বিভিন্ন দপ্তরে যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে বলেন এবং বিভিন্ন দপ্তরের খোজ খবর নেন। 


পরিদর্শনে শেষে স্থানীয় সরকার বিভাগ দিনাজপুর উপ-পরিচালক মো.মোখলেছুর রহমান পৌরসভার সার্বিক দিক মুল‍্যায়ন ও অন্যান্য বিষয়ে সন্তোস প্রকাশ করেন। 


পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হেনা মোস্তফা কামাল, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সোয়েব মোঃ সজল, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জুয়েল মিয়া, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, ষ্টোরকিপার নুরে আলম সিদ্দিক, পৌর পরিষদের কাউন্সিলরগণ, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।