Advertisement
সূর্য্য চক্রবর্তী,(বাগেরহাট) প্রতিনিধিঃ
"স্মার্ট লাইভ স্টক,স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে কচুয়ায় প্রাণীসম্পদ প্রদার্শনী-২০২৩ পালিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় কচুয়া উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটালের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রদার্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রাণী সম্পদ দপ্তরের টেনিং অফিসার ডাঃ পরিতোষ রায়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ তাছলিমা বেগম,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান।
এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বুলু,সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা।
দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে ৪৫ টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল,ভেড়া, কবুতর খোরগোস,হাঁস, কোয়েল সহ বিভিন্ন প্রকার প্রজাতি এই প্রাণিসম্পদ প্রদার্শনীতে স্থান পায়।