lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-14T16:11:07Z
হত্যা

খুঁটিতে ঝুলানো শপিং ব্যাগে নবজাতকের লা শ উদ্ধার

Advertisement

 

মেহেদী হাসান শাহীন,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকার রেলক্রসিং এর পাশের খুঁটির সাথে ঝুলানো একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে জিএমপি'র সদর থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক এসআই সাহেব আলী বলেন, সন্ধায় ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় একটি ছোট খুঁটির সাথে সাদা শপিং ব্যাগ ঝুলছিল। স্থানীয় কয়েকজন কৌতুহল বশত: ব্যাগটি খুললে একদিন বয়সী এক নবজাতকের লাশ দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা নবজাতকটির লাশ ফেলে রেখে চলে গেছে তা জানা যায়নি।