lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-12T14:53:49Z
বীমা

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ গ্রাহক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Advertisement


 

পঞ্চগড় প্রতিনিধি:-জীবন বীমার শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড। থাকবো না কেউ পথে পড়ে বীমা থাকলে ঘরে ঘরে  পঞ্চগড়ে যত দিন যাচ্ছে ততই পসার পাচ্ছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর গ্রাহক সম্মেলন উৎসাহিত হচ্ছে  নতুন নতুন গ্রাহক। 

 আজ ( ১২ ফেব্রুয়ারি)  পঞ্চগড় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর আয়োজনে পঞ্চগড় শাখা কার্যালয়ে গ্রাহক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীমা বিষয়ক আলোচনা করা হয়।  

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান জনাব মোঃ মোস্তফা আল কামাল,

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার (উন্নয়ন)  শাখা নির্বাহী পঞ্চগড় শাখা কার্যালয় এর  মোঃ রফিকুল ইসলাম। 

সঞ্চালনায় ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন)  পঞ্চগড়  শাখা কার্যালয় ডাঃ মোঃ  ময়নুল  ইসলাম। 

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর শতাধিক গ্রাহক  কর্মীসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 সেখানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বীমা মানুষের  আর্থিক নিরাপত্তা প্রদান করে।  মানুষ যেনো তাদের দুঃসময় মানুষের কাছে হাত পাততে না হয়  বীমা হলো সেই ব্যবস্থা, বীমা আমাদের অদৃশ্য সন্তান । 

বীমা মানুষের সপ্ন পুরনে সাহায্য করে,  শ্রেণি ভেদে বীমা কয় প্রকার রয়েছে যার মধ্যে  হজ্জ বীমা, পেনশন  বীমা , দেনমোহর বিমা, শিক্ষা বিমা, স্বাস্থ্য বীমা, জীবন বীমা সহ আরো অনেক পলিসি রয়েছে মানুষ তাদের নিজেদের প্রয়োজন অনুসারে যে কোনো বীমা পলিসি গ্রহণ করতে পারে এবং নিজেদের যে কোনো  সপ্ন পুরন করতে পারেন। সেই সাথে নিজেদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যত গরতে পারবেন। 

তাই সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড একটি করে পলিসি গ্রহণ করার আহ্বান জানান।