Advertisement
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি:
জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৮ম জাতীয় সম্মেলনে নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশন।
আজ শুক্রবার (২৪ ফেব্র্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনের প্রেক্ষিতে ২০২৩-২০২৫ সালের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি পদে মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান লিটন’কে নির্বাচিত ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।