Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কুড়ালের আঘাতে হেমেলা বেগম (৬৫) নামে এক নারী গুরুতর জখম হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত হেমেলা বেগম ওই গ্রামের ইছাক মুন্সির স্ত্রী।। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন মোঃ রিয়াজ মাতুব্বর (৩০) কে আটক করেছে পুলিশ। রিয়াজ মাতুব্বর একই উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের বাবলু মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে হঠাৎ করে রিয়াজ মানসিক ভারসাম্য হারায়। অনেক চিকিৎসা করেও সুস্থ হয়নি রিয়াজ। সে প্রায়ই অসংলগ্ন আচরণ করতো। গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) চান্দাখোলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে রিয়াজ একই গ্রামের রহমান মোল্লার নাতি । ফরিদপুরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে মানসিক ভারসাম্যহীন রিয়াজ। সোমবার বিকাল ৩টার দিকে আহত হেমেলা বেগমের বাড়ির উঠানের উপর দিয়ে যাওয়ার সময় কোনো ঘটনা ছাড়াই, কোনো কথাবার্তা না বলেই রিয়াজ উঠানে থাকা কুড়াল দিয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেই সাথে মানসিক ভারসাম্যহীন রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা স্থল থেকে অভিযুক্ত রিয়াজ কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। রিয়াজ মানসিক ভারসাম্যহীন কি না জিজ্ঞাসাবাদ করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।