Advertisement
মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান শেখ (৩০) কে ৩ শত ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানার এএসআই বাচ্চু ও একটি চৌকস দল।
গত মঙ্গলবার দিবাগত রাতে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
হাসান শেখ কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৩ শত ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩৫ শত টাকা জব্দ করা হয়েছে।
আসামী হাসান শেখ মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন পলাতক ছিল।লোহাগড়া থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।