lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-20T06:11:38Z
আইন শৃঙ্খলা

তেতুঁলিয়া থানায় দায়িত্বশীল অফিসার ইনচার্জ মোঃ সাইদ চৌধুরী

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সর্ব উত্তোরের জেলা, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ সিরাজুল হুদা পি, পি, এম, মহোদয় এর সু- দিকনির্দেশনায় তেতুঁলিয়া থানার সদ্য নিয়োগকৃত কর্তব্যরত অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ চৌধুরী।

তিনি একজন মানবিক ও ভালো মনের মানুষ সমাজের প্রতিটি ভালো মনের মানুষ এক একটি নক্ষএ। ভালো মানুষের স্থান সব সর্বদাই ,   সর্বোচ্চ অএ তেতুঁলিয়া থানার  বৃদ্ধ বনিতা সকলের ভালোবাসায় সিক্ত তিনি। যেখানে তার পদচারণা পরেছে, সেখানে ই আদর্শের উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছেন। সবার মাঝে এই মানুষটির কর্মদক্ষতা ও সাফল্য তুলে ধরলে পাওয়া যায় অনেক আদর্শের আলোক বার্তা অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণে ও বাস্তবায়নে পুলিশ ও সাধারন মানুষের মাঝে সুন্দর পরিবেশ তৈরি করেছেন।  

মানুষের সেবা দানে সঠিক সামাজিক দায়িত্ব পলনে তিনি, সকল জনসাধারণের অন্তর জয় করেছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর এক উজ্জল ধ্রুবতারা সদা  হাস্যোজ্জ্বল সত্য ও ন্যায়নীতির পথপ্রদর্শক মেধা মনের  অন্ত্রের মত শানিত, তীক্ষ্ব বিদ্যুৎময় স্বতন্ত্র মহিমায় মহিমাস্বিত, সমুজ্জ্বল, পরোপকারী, নির্মোহ, স্পষ্ট ভাষী, লিজেন্ড, ডেডিকেটেড অফিসার ওসি জনাব মোঃ সাইদ চৌধুরী। 

তিনি তার আগে বিভিন্ন থানায় ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে এসেছেন। এবং  বাংলাদেশ পুলিশ বাহীনির সুনাম অর্জনে কর্মদক্ষতায় সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।

 তিনি এর আগে ও পঞ্চগড় বোদা থানায়, ওসি তদন্ত হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।এরই ধারাবাহিকতায় সফলতার সাফল্য অর্জনে অবিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। বর্তমান তিনি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর হতে অএ এলাকার মাদকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করেছেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মাদক ও অপরাধ স

স্পট গুলো সনাক্ত করে যতাযথ আইন গত ব্যাবস্থা নিয়ে অপরাধী দের, আইনের আওতায় আনার নির্দেশ দিলে অএ এলাকা থেকে মাদক ও বিভিন্ন অপরাধ অনেকটা শৃন্যের কোঠায় নেমে আসে।

তিনি তেতুঁলিয়া থানা এলাকায় যেকোনো জায়গায় কোন ঘটনা ঘটলে তিনি নিজেই ঘটনাস্থলে পৌছে যান।থানায় জন সাধারণ যে কোন সমস্যা নিয়ে আসলে অবস্থা বুঝে যত টুকু সম্ভব তারাতারি সমাধান করার চেষ্টা করেন। তিনি একজন বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন স্মার্ট পুলিশ অফিসার। 

ইতিমধ্যে তিনি অএ থানার চৌকস পুলিশ অফিসার দের কে নিয়ে বেশ কয়েক টি শক্তি শালী টিম তৈরী করে নাজরদারি বৃদ্ধি করার কারণে এলাকার অপরাধ ও মাদক দ্রব্য  নিয়ন্ত্রীণ করতে সক্ষম হয়েছেন।

 তিনি তার সঠিক দায়ীত্ত পালনে সকলের দোয়া ও শুভ কামনা প্রার্থনা করেন।