lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-28T14:16:00Z
জেলার সংবাদ

মান্দায় দুর্বৃত্তের আগুনে ধান পুড়ে ছাই

Advertisement

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ৫ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।  জমি থেকে ধান কেটে বাড়ির উঠানে পালা দিয়ে রাখা পাকা ধানে বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা আগুন লাগিয়ে দেই। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে যায় । বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা দেওয়ান পাড়া গ্রামে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চৌজা দেওয়ান পাড়া গ্রামের মৃত শেফাতুল্লাহ'র ছেলে ওসমান (৪৫) ২ বিঘা জমির ধান ও তার নাতি রফিকুল ইসলাম (৪০) এর আড়াই বিঘা জমির  ধান বুধবার জমি থেকে পাকা ধান কেটে মাড়াই করার জন্য বাড়ির পাশে উঠানে ধান পালা দিয়ে রাখেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শক্রতা করে কে বা কাহারা ধানের পালাই আগুন লাগিয়ে দেই। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫ বিঘা জমির ধান। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ধানের পুড়া স্তুপ দেখতে ভীড় করেন স্থানীয়রা।

কৃষক ওসমান আলী জানান, এই দিনে সারাদিন ধানের কাজ শেষে রাত ১২টায় ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত ৪ টার দিকে মানুষের চিৎকারে ঘুম ভেঙে গেলে দেখতে পাই কে বা কাহারা আমার ও আমার ভাতিজার ধানের পালাই আগুল লাগিয়ে দিয়েছে । আর এই আগুনে আমাদের জমির ধান পুড়ে ছাই  হয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি এর একটা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ করছি 

এ বিষয়ে , মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর-এ  আলম সিদ্দিকী বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।