lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-20T03:33:52Z
জাতীয়

বেতন বোনাসের জন্য শ্রমিকদের আন্দোলন

Advertisement

মো:মহিব্বুল্লাহ মোহাম্মদপুর থানা প্রতিনিধি 

১৯ এপ্রিল বুধবার রাজধানীর আদাবরের সুইজগেটে সাইনেষ্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান এর সামনে শ্রমিকরা তাদের ১৫ দিনের বেতন এবং বোনাস আদায়ের জন্য আন্দোলন করেন। শ্রমিকরা আন্দোলন করার কারনে মুহুর্তেই বাবু বাজার গাবতলি সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ঈদকে সামনে রেখে যারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘড় ছাড়েন সে সকল মানুষ চরম ভোগান্তির স্বীকার হয়।

শ্রমিকদের অভিযোগ হলো; আমাদের ১৫ দিনের বেতন এবং ঈদের বোনাস না দিয়ে বন্ধ দিয়ে ছুটি দিয়ে দেন। আমরা সারাবছর অপেক্ষা করে মাত্র দুটি ঈদ পাই এবং এই দুটি ঈদে বোনাস পাই,, কিন্তু তারা আমাদের বেতন এবং বোনাস না দিয়ে বন্ধের ঘোষণা দেন। যার জন্য বেতন ও বোনাস আদায়ের লক্ষে আমরা আন্দোলন করছি। 

মালিক এবং শ্রমিকরা মুখোমুখি অবস্থান করেন। এতে করে পরিস্থিতি ঘোলাটে হচ্ছিলো। খবর পেয়ে তেঁজগাও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব,মৃত্যুঞ্জয় সজল  ঘটনাস্থলে উপস্থিত হয়ে  উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের দাবি ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। শ্রমিকরা তার প্রতিশ্রুতি মেনে নেয় এবং পরিস্থতি নিয়ন্ত্রনে আসে। তবে দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।