lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-04T13:10:39Z
অপরাধ

লালপুরে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

Advertisement

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীণ পণ্য ও মূল্য তালিকা না থাকার দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুপইল বাজারে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে পণ্যের মেয়াদ ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় ধুপইল বাজারের মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ ও বাবলু ভেটোনারীকে ৫হাজার টাকা করে মোট ১০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে।

জনস্বার্থে এই অভিযান অবহ্যত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।