lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-24T03:22:27Z
অপরাধ

লোহাগড়ায় আধিপত্যরে চেয়ারম্যান গ্রুপের হামলায় আহত-৬

Advertisement

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে আধিপত্যরে  চেয়ারম্যান হাসান মোল্লার গ্রুপের হামলায় ৬ জন আহত হয়েছে।

রবিবার ২৩ এপ্রিল দুপুরে তেলকাড়া গ্রামের দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় আধিপত্যকে কেন্দ্র করে কামাল ও লিয়াকত গ্রুপের লোকজনরা মেম্বার নান্টু সিকদার সহ তার গ্রুপের লোকজনের উপর হামলা করে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ জনকে মারাত্মক জখম করেছে।

আহতরা হলেন ওই গ্রামের আকুব্বার সিকদারের ছেলে মোঃ নান্টু সিকদার( ৪৮) নান্টু সিকদারের ছেলে তাজমুল সিকদার (২৫) তছলু সিকদারের ছেলে নাজিম সিকদার (৩২) ও আজিম সিকদার (২৮) হেকমত সিকদারের ছেলে রমজান শেখ (২৯) প্রমুখ। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত সাহা জানান, নাজিমের অবস্থা আশংস্ক জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান তেলকাড়া গ্রামের ২ যুগ ধরে ২ টি পক্ষ বিরাজমান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, বর্তমান পরিস্থিতি শান্ত। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।