lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-23T15:35:41Z
জেলার সংবাদ

এস,এস, সি ২০০০ ব্যাচ নড়াইল জেলা রি -ইউনিয়ন ২০২৩ স্বপ্নবীথি পার্কে অুনুষ্ঠিত

Advertisement

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

এ অনুষ্টানে প্রধান উদ্যোক্ততা সাইফুল্লাহ মামুন এর প্রচেষ্টায় সুন্দর মনোরম পরিবেশে প্রোগ্রামটি সফলভাবে সুসম্পন্ন হয়েছে।

২৩ এপ্রিল সকাল থেকে লোহাগড়ার স্বপ্নবীথি পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এখানে নড়াইল জেলার বিভিন্ন উপজেলার ভিন্ন ভিন্ন স্কুলের বন্ধুদের আগমণে মিলন মেলার সৃষ্টি হয়।  শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়, জাতীয় সংগীত পরিবেশন সহ বিভিন্ন প্রতিযোগিতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

এ প্রোগ্রামে বন্ধুদের মধ্যে সার্বিক সহযোগিতা করে জাহিদুল ইসলাম সমাজদার, রিয়াদ হোসেন,  মুস্তাক মুন্সি, ওয়াসিম মামুন, জাকারিয়া টিপু,  নুরুল শিপার খান, সাইফুল ইসলাম, রাজু রানা,  আসাদুজ্জামান, কনক,আনিচ, গালিব, শরিফুল, উজ্জ্বল, কেয়া, সাথী, রানা পারভেজ, শাহিন, মাসুম, তারেক, আনসার, শহিদুল, আজাদ শরীফ, হিকমত, কৃষ্ণ,  লিটন, এরশাদ, সুলতান, আবেদুর রহমান,  কুদ্দুস, তৈমুর,  আশরাফুল, মিলন,জসিম,টুটুল কহিনুর, প্রমুখ।