lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-05T06:27:11Z
জাতীয়

একজন মানবিক পুলিশ অফিসার

Advertisement

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী (পাবনা):

পুলিশ জনগণের বন্ধু’ এটি পুলিশের মূল শ্লোগান হলেও পুলিশকে নিয়ে জনগণের মধ্যে সাধারণত বিরূপ ধারণা রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্য এর ব্যতিক্রমও ঘটেছে। তেমনি

পাবনার ঈশ্বরদীতে জনগণের বন্ধু হয়ে সেবা করে যাচ্ছে পুলিশ । সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ছবি, সেখানে দেখা যাচ্ছে একটি অসহায় প্রতিবন্ধীকে রাস্তা পারাপারে সহযোগিতা করার জন্য রিকশায় তুলে দিচ্ছে একটি পুলিশ অফিসার। খোঁজ নিয়ে জানা যায়, পুলিশ অফিসারটি পাকশী হাইওয়ে থানার এএসআই মহিউদ্দিন। 

স্থানীয়রা জানাই, অনেক সময়ই দেখা যায় এই পুলিশ অফিসারটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেন। তিনি রাস্তায় ডিউটি করা অবস্থায় নিজ উদ্যোগেই এসব যাত্রীদেরকে অনেক ঝুঁকি নিয়ে বয়স্ক, প্রতিবন্ধী ও ছোট ছোট শিশুদেরকে কোলে করে রাস্তা পার করেন পাকশী হাইওয়ে থানার মানবিক পুলিশ অফিসার এএসআই মহিউদ্দিন। অনেক যাত্রীদের মালামাল মাথায় করে বিপৎজনক স্থান পার করে দেন তিনি।

পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় স্থানীয়রা।

পাকশী হাইওয়ে থানার এএসআই মহিউদ্দিন জনান, আমার এইসব অসহায় মানুষের সেবা করতে ভালো লাগে এবং আমি যতদিন বেঁচে থাকব অসহায় মানুষের সেবা করে যাবো ইনসাআল্লাহ্।