lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-25T13:54:23Z
অপরাধ

মান্দায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে মারধরে আহত ১

Advertisement

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দু’দফা হামলা ও মারধরের ঘটনায় একজন আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চককানু গ্রামে ও গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দেলুয়াবাড়ি বাজারের পুরাতন কলাপট্টি এলাকায় এসব মারধরের  ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আকিমুদ্দীন শেখ (২৬), তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের বাসিন্দা। ঘটনায় ১৪জনের বিরুদ্ধে আজ মঙ্গলবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আকিমুদ্দীন শেখ বলেন, গত রোববার আমার ভাতিজি খাদিজা আক্তারের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে সাউন্ড বক্স এনে গানবাজনা করছিলেন পরিবারের সদস্যরা। এনিয়ে রাত সাড়ে ১১টার প্রতিবেশী জমসেদ আলীর নেতৃত্বে ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে আমি ও আমার স্ত্রী আহত হই। এদিন আমরা দু’জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।

আকিমুদ্দীন শেখ অভিযোগ করে বলেন, জের ধরে সোমবার সন্ধ্যার পর দেলুয়াবাড়ি বাজারের পুরাতন কলাপট্টি এলাকায় ইসারত আলীসহ ৪-৫জন লাঠিসোটা নিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আমার কাছে থাকা ৩৭ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।’ 

ঘটনায় জমসেদ আলী, ইসারত আলীসহ ১৪জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত ইসারত আলী বলেন, সোমবার সন্ধ্যার সময় পুরাতন কলাপট্টি এলাকায় আমার ভাগনে আবুল হাসেমকে মারধর করছিল আকিমুদ্দীন ও তার লোকজন। এসময় বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।