lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-19T02:58:33Z
জেলার সংবাদ

ভোলায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড

Advertisement

মোঃ বাবুল রানা,ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হামলা চালিয়ে পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইদুর রহমান মিলন আজ সোমবার (১৭ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা গতকাল রবিবার (১৬ এপ্রিল) রাতে এই হামলা ও ভাঙচুর করেছে। এসময় বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাসেল এবং কাচিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাকসুদসহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়।

তিনি আরও জানান, আজ ১৭ই এপ্রিল বোরহানউদ্দিন পৌর বিএনপি কর্তৃক একটি ইফতার ও দোয়া মাহফিলের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এজন্য উপজেলা বিএনপি অফিসের বিপরীত পাশে বিএনপির নিজস্ব জায়গায় প্যান্ডেল তৈরি করা হয়েছিল এবং সেখানে অতিথিদের জন্য চেয়ার, টেবিল বসানো হয়েছিল।

কিন্তু রবিবার রাতে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নামধারী ১৫০ থেকে ১৬০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পুরো প্যান্ডেল ভেঙ্গে ফেলে। চেয়ার টেবিলগুলো ভেঙে গুড়িয়ে দেয়।

এসময় ছাত্রদলের তিনজনকে পিটিয়ে আহত করা হয়। এর আগে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলও সন্ত্রাসী হামলা করে পণ্ড করা হয়েছে।

এসময় তিনি আরও অভিযোগ করেন, বোরহানউদ্দিনের সকল ইউনিয়নে সফলভাবে ইফতার মাহফিল করা হয়েছে। কেবল গঙ্গাপুর ইউনিয়ন এবং পৌর বিএনপির ইফতার মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে ফেলা হয়। সোমবার বিকেলেও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে বিএনপির অফিসের সামনে মহড়া দিয়েন বলেও জানান।

কিন্তু বোরহানউদ্দিন থানা পুলিশকে এসব সংবাদ দেওয়ার পরও পুলিশ এ ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেয়নি বলেও দাবি করা হয়।

তবে যুবলীগ ও ছাত্রলীগ এমন কোনো ঘটনা ঘটাননি বলে দাবি করা হয়। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলামের দাবি, পৌর বিএনপির ইফতার মাহফিলে ছাত্রলীগ ও যুবলীগের কোনো নেতাকর্মী হামলা করেনি। তাঁরা এ বিষয়ে অবগত নন।

এদিকে এ ঘটনায় জেলা বিএনপি সোমবার দুপুরে একটি সংবাদ সম্মেলনও করেন।