lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-05T06:49:15Z
দুর্ঘটনা

পাবনায় আহাদ খন্দকার অমিতের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

Advertisement

মুনিম শাহরিয়ার:

আহাদ  খন্দকার অমিতের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত  ০৩/০২/২০২৩ ইং তারিখে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলার মালিগাছা সড়কে সন্ধ্যায় আনুমানিক ৭.০০ ঘটিকায় বাইকের  সাথে স্কয়ার কাভার্ড ভ্যান এর  সংঘর্ষে  নিহত হন রুপম সাথে আহত হন আহাদ খন্দকার অমিত । আহত অবস্থায়  রাজশাহী পপুলার হসপিটাল আই সি ইউ তে রাখা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য   তাকে ঢাকা নিউরো মেডিকেল হসপিটালে  ভর্তি করা হয় আই সিইউ তে। গত ০৪/০৪/২০২৩ ইং তারিখে  বিকেল ৪.১৫ মিনিটে তিনি ঢাকা নিউরোসাইন্স  হসপিটালে মৃত্যুবরণ করেন। মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে, তিনি পাবনা কালেক্টরেট স্কুলের  অধ্যায়নত  এসএসি-২৩ ব্যাচের শিক্ষার্থী  ছিলেন। তার বাবার নাম মানিক খন্দকার, মায়ের নাম শাম্মী আকতার শিখা দম্পতির খুব আদরের ছেলে ছিলেন আহাদ  খন্দকার অমিত। তিনি জন্মগ্রহণ করেন ০৮/১০/২০০৫ ইং তারিখে। মৃত্যুকালে তার বয়স ছিল ১৭ বছর। তার এই অকাল মৃত্যুতে  পাবনা পৌরসভার চেয়ারম্যান শরিফ উদ্দিন প্রধান এবং  কালেক্টর স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শোকাহত পরিবারের এর প্রতি গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করেন। ০৫/০৪/২০২৩ সকাল ৯.০০ ঘটিকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় প্রতাপপুর মসজিদ এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ৯.৩০  মিনিটে  পাবনা কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গনে। উক্ত নামাজে জানাজা সম্পন্ন হলে পাবনা আরিপপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।