Advertisement
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ঈদের ২য় দিন (২৩ এপ্রিল) রবিবার বিকালে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার মুক্তমঞ্চে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি সানিউর রহমান এর সভাপতিত্বে ও সহ সভাপতি ফাহিম মুনতাসির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, পূর্বাচল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান সোহাগ, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি ডিরেক্টর আবু হানিফ, সুপারিশপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সুমন, মুকন্দপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজ্জাক ফকির, বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খাঁন প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিরা আলোর সিঁড়ি সেবা সংগঠনের তরুণদের প্রশংসা করে বলেন তাঁরাই সর্বপ্রথম বিজয়নগর উপজেলার সীমান্ত অঞ্চলে মাদক বিরোধী সচেতনতা কাজ করছে। এবং রক্তদানে 'আলোর সিঁড়ি সেবা সংগঠন' বিজয়নগর বাসীর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্মার্ট বাংলাদেশে বিনির্মানে তরুণদের এই কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই অতিথিরা সমাজের উচ্চশ্রেণির লোকদের এগিয়ে আসার আহবান জানান।
পরে সংগঠনের সভাপতি পাহাড়পুর ইউনিয়নে রনি আহমেদ কে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুন কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি, বিষ্ণপুর ইউনিয়নে তকির আহমেদ কে সভাপতি ও শাহনেওয়াজ শাহ্ কে সাধারণ সম্পাদক রেখে আংশিক কমিটি এবং সিংগারবিল ইউনিয়নে অর্ণব ভূইয়া সভাপতি ও তুষার চৌধুরীকে সাধারণ সম্পাদক রেখে আংশিক কমিটি ঘোষণা করেন।