lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-30T10:31:33Z
বিশ্ববিদ্যালয় সংবাদ

পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ট্রেজারার হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্যানত্ত্ব বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী। সর্বপ্রথম ২০০৬ সালে এবং দীর্ঘ ১৭ বছর পরে ২য় বারের জন্য এ নিয়োগ দেয়া হলো।

রবিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর - এঁর অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন , ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী উদ্যানত্ত্ব বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কে ৫টি শর্তে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, প্রফেসর মোহাম্মদ আলী ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে সাবেক পটুয়াখালী কৃষি কলেজের প্রভাষক হিসেবে যোগদান করে ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর হিসেবে পদোন্নতি পান। চাকরি জীবনে তিনি পবিপ্রবি’র প্রথম প্রো ভাইস-চ্যান্সেলর, প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ ও নীলদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে সালে জন্মগ্রহণ করেন।