Advertisement
স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলার লোহাগড়া বাজার থেকে তরমুজ ব্যবসায়ী কারিমুল হোসন কে ছুরিকাঘাত ও ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আহত তরমুজ ব্যবসায়ী কারিমুল হোসেন বলেন বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আমি লোহাগড়া বাজার কমিটির সভাপতির ঘরের সামনে আড়তদার কে টাকা দিতে আসি এসময় আমার পিছন থেকে একজন এসে আমার পকেটে হাত ঢুকায় অন্যদিকে লোকজন এসে আমাকে টেনে হেচড়ে আমাকে সাইডে নিয়ে যায় এ-সময় আমার সাথে থাকা আমার ব্যবসার পার্টনার হাসিব শেখ তাদেরকে ঠেকাতে গেলে তারা আমাদের মারধর শুরু করে একপর্যায়ে তাদের কাছে থাকা ছুরি দিয়ে আমার বুকে আঘাত করে এবং আমার কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায় তারা এসময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যাই, আমি এদের মধ্যে কয়েকজনকে চিনেছি তারা হল সোহাগ,হাকিম, রিয়াদ,ছোটো মেহেদী, ছোটো মাশরাফিসহ আরও সাত-আটজন ছিলো।
আহত তরমুজ ব্যবসায়ী মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে কারিমুল, ও তার ব্যবসার পার্টনার একই গ্রামের রবিউল ইসলামের ছেলে হাসিব।
এবার স্থানীয় লোকজন তাকে দর করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বর্তমান চিকিৎসাধীন আছে কারিমুল হোসন।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।