lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-05T12:34:54Z
আইন ও অপরাধ

গোপালগঞ্জের কাশিয়ানিতে ১৬ বছরের কিশোরী গণধর্ষণ; মূলহোতা গ্রেফতার

Advertisement


 

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার:- গত ২৩ মার্চ দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন একটি হাসপাতালের পুরাতন পরিত্যক্ত ভবনে আসামী রমজান ও তার সহযোগীরা ১৬ বছর বয়সী কিশোরী কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসামীরা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 


পরবর্তীতে ভিকটিমের কাছে বিস্তারিত শুনে তার মা বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় রমজানসহ ০৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি তখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।


এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ০৪ এপ্রিল ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানাধীন আফরা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষন মামলার প্রধান আসামী ১। রমজান (২৪), থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।


গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে।