lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-24T03:32:23Z
সড়ক দুর্ঘটনা

শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় এ্যাডভোকেট মাহবুবুর হাসান নিহত

Advertisement

জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার শার্শা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এ্যাডভোকেট মাহবুবুর হাসান (৫০) নামে একজন নিহত হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শার্শা উপজেলার শ্যামলাগছী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর হোসেন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের হিমে মোড়লের ছেলে।

হাসপাতাল ও নিতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে শার্শার শ্যামলাগাছীতে যান এ্যাডভোকেট মাহবুবুর হাসান। তখন হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহবুবুর হাসান ঢাকা জজ কোর্টে এ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা জানান, ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলেন। নিজ কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিলেন। পরে আমরা তার মৃত্যুর খবর শুণতে পাই। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করেছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মাহবুবুর হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় প্রতিমধ্যে তার মৃত্যু হয়।