Advertisement
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভিজিএফ’র ৬৫ বস্তা চাল সহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ থেকে ৬৫ বস্তা ভিজিএফ’র চাল পাচারকালে পথিমধ্যে তাদের আটক করেন তিনজন ইউপি সদস্য। ইউপি সদস্যরা চাল আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু চাল ভর্তি পিকআপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন।
এরপর নরসিংপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ঈস্রাইল আলী, ৩ নম্বর ওয়ার্ড সদস্য ফায়েজ আহমদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল আমিন পিকআপ গাড়িসহ ড্রাইভার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আবুল হোসেনের পুত্র জাবেদ হোসেন (২৪) ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আলতাব আলীর পুত্র জাফর আলী (৫৫), একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলীর পুত্র মনির হোসেন (২২) কে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু প্রত্যেককে জিজ্ঞাসাবাদের পর আটক তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।
ইউপি সদস্য ঈশ্রাইল আলী বলেন, গত সোমবার ভিজিএফ’র চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ জানান- দোয়ারাবাজার খাদ্যগোদাম থেকে নরসিংপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত চাল আনার কেয়ারিং খরচ যদি ইউপি সদস্যরা সবাই বহন না করেন তাহলে ১/২ টন চাল বিক্রি করে কেয়ারিং খরচ বের করতে হবে। ইউনিয়ন পরিষদে উপস্থিত সকল ইউপি সদস্য মিলে কেয়ারিং খরচ ১২ হাজার টাকা চেয়ারম্যান সাহেবের কাছে দেই। সোমবার ভিজিএফ’র চাল বিতরণ শেষে ১৪২ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের গোদামে জমা থাকে। সেই জমাকৃত চাল মঙ্গলবার সকালে কিছু লোকের মধ্যে বিতরণ করে ৬০/৬৫ বস্তা চাল চেয়ারম্যান নিজেই বিক্রি করেন। সেই চাল বিক্রির খবর পেয়ে আমরা দোয়ারাবাজার যাবার পথে সরকারি চালের বস্তা ভর্তি গাড়ি আটক করি ও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি। এছাড়াও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবরে চাল আটকের বিষয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ বলেন, আমি চাল বিক্রি করি নাই। এলাকার লোকজন সিদ্ধ চাউলের ভাত খেতে পারে না। এই চাল উপকার ভোগী লোকজন বিক্রি করে দেয়। আমি সোমবারে ভিজিএফ’র চাল বিতরণ করার পর ট্যাগ অফিসারের দস্তগত রাখি। মঙ্গলবার সকালেও ট্যাগ অফিসার দস্তগত দিয়ে চলে যান। পরে আমরা চাউল বিতরণ করি। আমার উপর আনা অভিযোগে বিষয়টি সত্য নয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, সরকারি বস্তায় এক গাড়ি চাল সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত তিনজনকে মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।