lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-19T11:43:08Z
জাতীয়

লালপুরে বৃষ্টি প্রাথর্নায় ইস্তিস্কার নামাজ আদায়

Advertisement

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে ইস্তিস্কার নামাজ আদায় করেছে মুসল্লিরা। এ সময় মুসল্লিরা মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে তাপদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকূলকে রক্ষায় কান্না জড়িতে কণ্ঠে বৃষ্টি প্রার্থনা করেন।  

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শ্রীসুন্দরী হাইস্কুল মাঠে ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে স্থানীয় শত শত মুসল্লি, আলেম ও ওলামা অংশগ্রহণ করেন।

ইস্তিস্কার নামাজ ও দোয়া পরিচালনা করেন রওজাতুস্ সুন্নাহ্ ক্বওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাও. জিয়াউর রহমান।

নামাজে আসা মুসুল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও দাবদাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য আমরা ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর নিকট ক্ষমা প্রাথর্না করেছি। তীব্র গরম থেকে মুক্তি চেয়ে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণের জন্য এ নামাজ আদায় করেছি।