lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-04T08:48:07Z
জাতীয়

পঞ্চগড় বাংলাবান্ধা এখন আমদানি রপ্তানিতে সচল

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় বাংলাবান্ধা এখন আমদানি রপ্তানিতে সচল,স্থলপথ দিয়ে দেশের একমাত্র চতুর্দেশীয় আন্তর্জাতিক বাণিজ্যিক  সম্পর্ক  স্থাপনকারী পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এখন আগের চেয়ে অনেকটাই আমদানি নির্ভীক বন্দরে পরিণত হয়েছে। বন্দরটির সাথে সড়ক পথে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি সহ ইমিগ্রেশন সুবিধা চালু রয়েছে।

বন্দরটি দিয়ে অপর তিনটি দেশ থেকে বাংলাদেশে পাথর ডালসহ বেশ কিছু পণ্য আমদানি করলেও একমাত্র নেপাল ছাড়া অপর দুটি থেকে পণ্য রপ্তানি বাণিজ্য প্রায় শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে।বন্দরটি দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যিক সমান্তরাল ভাবে না চলায় বন্দরটি এখন ব্যবসায়ী ভারসাম্য হারিয়ে  অনেকটা একতরফা  বাণিজ্য কেন্দ্রে পরিণত  হয়েছে বলে মনে করছেন স্থানীয় আমদানি রপ্তানিকারকরা।বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন ভারত ও ভুটানে দেশীয় পণ্য রপ্তানি করা গেলে ব্যবসায়িক ভারসাম্য যেমন তৈরি হবে,তেমনি কয়েক গুণ  বৃদ্ধি পাবে সরকারি রাজস্ব ।

 আমদানি রপ্তানি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় দেশের একমাত্র চতু র্দেশীয় স্থলবন্দর হিসেবে পঞ্চগড়ের বাংলাবান্ধা। 

এই স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত,নেপাল ও ভুটান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করা হলেও নেপাল ছাড়া অপর দুটি দেশ ভারত ও ভুটানে দেশীয় পণ্য সামগ্রী  রপ্তানি প্রায় শূন্যের কঠায় নেমে এসেছে।দেশ দুটি থেকে শুধুমাত্র আমদানি নির্ভর ব্যবসায়িক কার্যক্রম থাকায় স্থানীয় সিএন্ডএফ  এজেন্ট  ও ব্যবসায়ীরা অনেকটা বৈষম্যের শিকার হচ্ছেন।এতে করে বন্দরটিতে আমদানি খাতে রাজস্ব আয় করলেও রপ্তানি খাতে আয় বাড়াতে পারছে না।বন্দরের সিএন্ডএফ এজেন্ট এর এড হক কমিটির যুগ্ন আহবায় সাইদুর রহমান বলেন, করোনা পরবর্তীকালে সরকারি উদ্যোগের অভাব ও ডলার কস্কটে নতুন এলসি না পাওয়ায় আমদানি খাতে যেমন স্হবিরতা তৈরি হচ্ছে অপরদিকে রপ্তানি বাণিজ্য না থাকায় বন্দরটি ভারসাম্য বজায় রাখতে পারছে না। বন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা  মিলন বলেন, বন্দরটি দিয়ে নেপালের মতো ভারত ও ভূটানের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে সক্ষমতা তৈরি করতে পারলে বন্দরটিতে সরকার রাজস্ব আয় করবে তেমনি ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিবেশ সুন্দর ভাবে তৈরি হবে। আর এটা করতে না পারলে বন্দরটি আমদানি নির্ভর বন্দরে পরিণত হবে। 

স্থানীয়  ব্যবসায়ীরা বলছেন,  ইতিপূর্বে বাংলাবান্ধা  স্থলবন্দরে রপ্তানি নির্ভর বন্দর হিসেবে পরিচিত থাকলেও এখন তা আমদানি  নির্ভর    বন্দরে পরিণত হয়েছে। বন্দরটি দিয়ে এক সময় সবচাইতে বেশী দেশীয় পণ্য ভুটান দ্বিতীয় অবস্থানে ভারতের নাম, থাকলেও বর্তমানে দেশ দুটির সাথে আমদানি বাণিজ্যিক  পঞ্চগড়ের চতুরদেশীয় বন্দরের বাংলা বান্ধা পরিদর্শনের আসছেন ভারতীয় হাই কমিশনার মি,মনোজ কুমার। ভারতীয় সরকারি হাই কমিশনার ২ এপ্রিল  ২০২৩ হতে ৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন জানিয়ে রংপুর উপ মহা পুলিশ কমিশনার কে একপত্রে জানিয়েছেন। 

সে মতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করার মতামত ব্যক্ত করেন।বিশ্বস্ত সূত্র মতে জানা যায় দীর্ঘদিন যাবত বাংলাবান্ধা ফুলবাড়ী ইমিগ্রেশন সুবিধা বন্ধ ছিল। বিশেষ সূত্রে জানা যায় বাংলা বান্দা ফুলবাড়ী ইমিগ্রেশন চালুর জন্য ভারত সরকারের পক্ষ থেকে বন্দরের ইমিগ্রেশন চালুর ব্যপারে ঘোষণা দিবেন বলে কথা আছে বাংলাবান্ধা ফুলবাড়ী  ইমিগ্রেশন ব্যবহারে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হওয়ার কারণে ভারতের বিভিন্ন  এলাকায় যাওয়া আসা  খুবই সুবিধা হবে।

পঞ্চগড় বাশির প্রাণের দাবি বাংলাবান্ধা ইমিগ্রেশন  চালু হলে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ  সুবিধা ও চিকিৎসা ব্যবস্থা  পাওয়া যাবে সেই সাথে  সরকারের বাড়বে রাজস্ব আয়।