Advertisement
হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার,আদমদিঘী বগুড়া:
আজ ২৪/০৪/২০২৩ তারিখ সোমবার দুপুর ০৩.৩০ মিনিট সময় র্যাব-১২, সিপিসি-৩ বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি থানাধীন গোহাটি বাজারে ০১ (এক) জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ০১নং আদমদীঘি ইউনিয়নের অর্ন্তগত গোহাটি বাজারস্থ এএফসি ফুড কর্ণার এন্ড কফি শপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী হেলাল (৩৭), পিতা- মৃত আহম্মদ হোসেন, সাং- মনিঅন্ধ, থানা-আখাউড়া, জেলা-ব্রাক্ষনবাড়িয়া’কে ১৪.৮ কেজি গাঁজা, ১টি পিকআপ, ২টি মোবাইল এবং ২টি সীমসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আদমদীঘি থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে। র্যাবের এ ধরনের পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।