lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-25T05:01:01Z
অপরাধ

দোয়ারাবাজারের মাদক মাদকের পাওনা টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন,আটক ১

Advertisement

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ব্যবসায়ী বন্ধুর হাতে বন্ধু তাজুদ আলী(৪০)নামের একজন নিহত হয়েছেন।

নিহত তাজুদ আলী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও  ইউনিয়নের কাটাখালী

আহমদ নগর  গ্রামের মৃত আগন আলীর ছেলে।সোমবার(২৪ এপ্রিল) রাত ৯ টার দিকে  উপজেলার মান্নারগাও ইউনিয়নের  কাটাখালী বাজারে মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাজুদ আলীকে অপর ব্যবসায়ী বন্ধু সোহেল মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে স্ট্রেপিং করে। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে  রাত পৌনে ১১ টায় কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষনা করেন। 

এদিকে ঘাতক সোহেল মিয়া(৩২)কে আহত অবস্হায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে  দায়িত্বরত পুলিশ তাকে আটক করে,আটকের পর থেকে সোহেলকে পুলিশি হেফাজতে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। ঘাতক সোহেল একই উপজেলার সুরমা  ইউনিয়নের কদমতলী গ্রামের রিপাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়. নিহত তাজুদ ও সোহেল মিয়া ওরা দু'জন একে অপরের বন্ধু  এবং দুজন মিলে দীর্ঘদিন ধরে  ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ  ও গাজার ব্যবসা করতেন। সোহেলের ভগ্নিপতি লক্ষীপুর ইউনিয়নের  নোয়াগাও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সাথে মূলত ব্যবসার টাকা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল ।

সোমবার রাতে  মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কাটাখালী বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল,সেলিম ও জুয়েল তাদের  হাতে থাকা ডেগার দিয়ে বন্ধু তাজুদের পেটসহ বিভিন্নস্থানে আঘাত করে,অধিক রক্তখননের পর হাসপাতালে তার মৃত্যু হয়। আসামী সেলিম ও জুয়েল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) দেব দুলাল ধর নিহত হওয়ার ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন।