lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-19T15:55:58Z
ধর্ম

দেওয়ানবাগ শরীফে লাইলাতুল কদর পালিত ঢাকা জেলা প্রতিনিধি: হাজার মাসের শ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল কদর ও ইমাম প্রফেসর ডক্টর আরসাম কুদরত এ খোদা ( ম : আ : ) হুজুরের ৩৮ তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে। ঢাকার রাজধানী মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফের সম্মেলন চত্বরে পথচারী ও এলাকাবাসীর মাঝে লক্ষাদিক ইফতারী সাদা পানি ওশরবত বিতরণ করা হয়েছে ও সারারাত ব্যাপি আশেকে রাসুল ( স : ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে দেশ অরণ্য ওলামায়ে কেরামগণ পবিত্র লাইলাতুল কদরের তাৎপর্য তুলে ধরেন, রাত ১২/৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী হুজুরের সুযোগ্য উত্তরসূরী ইমাম প্রফেসর ডক্টর সৈয়দ আরসাম কুদরত এ খোদা মাদ্দা জিলহুল আলী হুজুর মহামূল্যবান বাণী মোবারক ও মোনাজাত প্রদান করে অনুষ্ঠানটির প্রথম অংশ শেষ করেন । পরবর্তীতে রাত ২ঃ৪৫ মিনিটে অনুষ্ঠানটির দ্বিতীয় অংশ শুরু করে ফজর নামাজের পর অনুষ্ঠানটির আখেরি মোনাজাত পরিচালনা করেন

Advertisement

দেওয়ানবাগ শরীফে লাইলাতুল কদর পালিত

ঢাকা জেলা প্রতিনিধি: হাজার মাসের শ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল কদর ও ইমাম প্রফেসর ডক্টর আরসাম কুদরত এ খোদা ( ম : আ : )  হুজুরের ৩৮ তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে। ঢাকার রাজধানী মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফের সম্মেলন চত্বরে পথচারী ও এলাকাবাসীর মাঝে লক্ষাদিক  ইফতারী সাদা পানি ওশরবত বিতরণ করা হয়েছে ও সারারাত ব্যাপি আশেকে রাসুল  ( স : ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে দেশ অরণ্য ওলামায়ে কেরামগণ পবিত্র লাইলাতুল কদরের তাৎপর্য তুলে ধরেন, রাত ১২/৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী হুজুরের সুযোগ্য উত্তরসূরী ইমাম প্রফেসর ডক্টর সৈয়দ আরসাম  কুদরত এ খোদা মাদ্দা জিলহুল আলী হুজুর মহামূল্যবান বাণী মোবারক  ও মোনাজাত প্রদান করে অনুষ্ঠানটির প্রথম অংশ শেষ করেন । পরবর্তীতে রাত ২ঃ৪৫ মিনিটে অনুষ্ঠানটির দ্বিতীয় অংশ শুরু করে ফজর নামাজের পর অনুষ্ঠানটির আখেরি মোনাজাত পরিচালনা করেন।