lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-20T02:48:19Z
জেলার সংবাদ

দৈনিক মুক্ত বলাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Advertisement

আলিফ আলিফা স্টাফ রিপোর্টার : 

দৈনিক মুক্ত বলাকার আয়োজনে বুধবার গাজীপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার ফুড ফ্যান্টাসী চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে আলোচনায় অংশ নেন- গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, গাজীপুর প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম আলমগীর হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ আকরাম হোসেন, মুক্ত বলাকার সহ-সম্পাদক মহিউদ্দিন জমাদ্দার প্রমুখ।

মুক্ত বলাকার চিফ রিপোর্টার মোঃ কামাল হোসেন বাবুলের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আক্তারুজ্জামান, গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিলটন খন্দকার, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত আলী, সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, মুক্ত বলাকার সিনিয়র স্টাফ রিপোর্টার ফজলুল হক বাদল ও মুক্ত বলাকার বার্তা সম্পাদক আফসানা আলমসহ সর্ব সাংবাদিক যথাক্রমে মোঃ আব্দুল মালেক, মাসুদ রানা, মেহেদী হাসান বিপ্লব, আব্দুল মান্নান, রেজাউল করিম মোল্লা, শাহজাহান খান, শাহানাজ পাটোয়ারি, সুলতানা সরকার, মুন্নি খানম প্রমুখ।