lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-21T02:32:34Z
দেশজুড়ে

ইন্দারজানীতে রাস্তার বেহাল দশা,প্রশাসন নিরব

Advertisement

নিজস্ব প্রতিনিধি: 

টাংগাইল জেলার সখীপুর উপজেলার ইন্দারজানী গ্রামের প্রবেশদ্বার 'ইন্দারজানী ব্রীজ' সংলগ্ন রাস্তার বেহাল দশা। সখীপুরের সাথে ঘাটাইল,মধুপুর ও গোপালপুর উপজেলার যোগাযোগের জন্য এই রাস্তাটি অন্যতম প্রধান একটি রাস্তা। খোজ নিয়ে জানা যায়, রাস্তাটিতে গত পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে দুইপাশে গভীর খাদ তৈরী হয়েছে।

সেই সাথে  ১৫০ মিটার এই রাস্তায় ৮ টির অধিক বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সম্প্রতি গরুবোঝাই একটি টমটম পাশের গভীর খাদে পড়ে একজন আহত হয়েছেন। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। দূর্ঘটনার শিকার গরু ব্যবসায়ী বেলাল হোসেন বলেন,'ঈদ সামনে রেখে গড়বাড়ী হাটে বিক্রির জন্য গোপালপুর থেকে গরু নিয়ে এসেছিলাম। হাটের খুব কাছে এসে দুর্ভাগ্য হয়ে গেলো।

তিনি আরো বলেন, কাঁকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত এই রাস্তার দিকে কখনো ফিরেও তাকান নি। বর্তমান চেয়ারম্যান দুলাল হোসেন এই রাস্তা ঠিক করে দেওয়ার জন্য বারবার আশ্বাস দিলেও এই রাস্তা এখনও সংস্কার হয় নি।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।