Advertisement
সাভার প্রতিনিধি:
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিপাকে পড়েছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি 'গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়োগ' এমন শিরোনামে একটি জাতীয় পত্রিকায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও এ সম্পর্কে কিছুই জানেনা গণস্বাস্থ্য কেন্দ্র।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এর আগে সোমবার (০৩ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে গণস্বাস্থ্য কেন্দ্র সাভারের
থানায় ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনে বিভিন্ন স্থানে 'গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়োগ' শিরোনামে একটি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। সেখানে সূত্র হিসেবে লেখা হয়েছে 'যায় যায় দিন' এর নাম। আর ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে বাড়ি নং ৩১০, রোড-৫, নিকেতন, গুলশান ১। আর একটি মেইল এড্রেস দেয়া হয়েছে। এই ঠিকানায় গণস্বাস্থ্য কেন্দ্রের কোন অফিস নেই। এবং গণস্বাস্থ্য কেন্দ্র এই বিজ্ঞপ্তি দেয়নি।
গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, প্রায় প্রতি বছরই কোন না কোন চক্র গণস্বাস্থ্য কেন্দ্রের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে। এতে সেই বিজ্ঞপ্তি দেখে বিপদে পড়ছে সাধারণ মানুষ এমনকি অনেকে টাকাও খুইয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ মঞ্জুর কাদির আহমেদ বলেন, আমরা আমাদের ফেসবুক পেইজেও এই বিজ্ঞপ্তিটি যে ভুয়া সেটি প্রকাশ করেছি। আমরা থানায় জিডি করেছি। এর আগেও বেশ কয়েকবার অনেকেই ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি দেখে প্রতারিত হয়েছে। অনেকেই টাকা খুইয়েছেন। এ ঘটনায় আমরা বিব্রত। এর আগে আমরা একবার বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে গিয়েছি। কিন্তু সেখানে গিয়েও কাউকে খুঁজে পাইনি। আমাদের প্রতিষ্ঠানের নাম কপিরাইট করা আছে। গণস্বাস্থ্য কেন্দ্রের নাম ভাঙিয়ে এ ধরণের প্রতারণা করার সুযোগ নেই। যারা এ ধরণের অপকর্ম করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।