lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-19T07:20:07Z
জেলার সংবাদ

বিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

আজ (১৯ এপ্রিল) বুধবার সকাল ১০ টায় বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ও পৌর পরিষদের কাউন্সিলরদের মাধ্যমে বিরামপুর পৌরসভার এ চাল বিতরণ কার্যক্রম করা হয়। চাল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোক্তাভোগীরা। 

জানতে চাইলে, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবার গুলোর জন্য  মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার খাদ্য সামগ্রী ভিজিএফ চাল অত্র পৌরসভার ৪৬২১ উপকারভোগী নিম্নআয়ের মানুষদের মাঝে বিতরণ করছি। 

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, কাউন্সিলর আব্দুল মান্নান, প্রভাষক মোজ্জামেল হক, ইসমাইল হোসেনসহ আরও অনেকে।