Advertisement
মোঃ বাবুল রানা; ভোলা জেলা প্রতিনিধিঃ
কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার সঙ্গে ভালো করে কথাও বলে না তাই এখানে বেঁচে থেকে কী লাভ এরচেয়ে মরে যাওয়াই ভালো এমন চিরকুট লিখে কাফনের কাপড় প্রস্তুত রেখেই বিষপান করেছেন ভোলার লালমোহন উপজেলার এক কর্মকর্তা তিনি হলেন উপজেলা পরিসংখ্যান অফিসের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (জুনিয়র পরিসংখ্যান সহকারী) মো. আরিফুর রহমান খন্দকার সোমবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে দুই বছর আগে বিয়ে করলেও ওই ভাড়া বাসায় একাই থাকতেন পরিসংখ্যান সহকারী আরিফ।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জুনিয়র পরিসংখ্যান সহকারী আরিফ তার বাসার মধ্যে বিষপান করেন এরপর বাসার মালিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন
ওসি (তদন্ত) এনায়েত হোসেন আরো বলেন, রাতেই খবর পেয়ে ওই পরিসংখ্যান সহকারীর ভাড়া বাসা পরিদর্শন করেছি সেখান থেকে কাফনের কাপড় ও চিরকুটসহ একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা বিষপানে মৃত্যুর পর দাফনের জন্য নিজেই কাফনের কাপড় কিনে রাখেন তিনি। যা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, ঘটনা শুনার পর থেকে নিয়মিত তার খোঁজ খবর নিচ্ছি বর্তমানে সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন সেখানে তার পরিবারের লোকজনও রয়েছেন এখন তার শারীরিক অবস্থা ভালো।