Advertisement
ওসমান আল হুমাম বিশেষ প্রতিনিধি
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দা.বা.।শুক্রবার সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র রামাদান কুরআন নাজিলের মাস। আল্লাহ তায়ালা মানবজাতির মুক্তি, কল্যাণ ও হেদায়েতের জন্যই সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন নাজিল করেছেন। পবিত্র রামাদান মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক পবিত্র উপহার। পবিত্র কুরআনের মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের অন্তরকে পাক-পবিত্র করে একমাত্র তার ভয় সৃষ্টি করে তাকওয়ার গুণে সমৃদ্ধ করতে চান। সেই তাকওয়ার গুণে সমৃদ্ধ ঈমানদার মানুষের সমাজই কেবল একটি উন্নত, শান্তিময় ও কল্যাণকামী রাষ্ট্রের গ্যারান্টি দিতে পারে। যার বাস্তব নমুনা রাসূল (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক কল্যাণ রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব মানুষ তার ন্যায্য অধিকার ও সব ক্ষেত্রে সুবিচার লাভের গ্যারান্টি পেয়ে থাকে।
আমরা আজ এমন এক সময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি যখন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রচণ্ড দাবদাহে মানুষের জীবন ওষ্ঠাগত। দেশের এমন পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় দেশবাসীকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
দেশের এই বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও অসহায় মানুষের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এ অবস্থা থেকে মুক্তির জন্য একটি জনকল্যাণকামী রাষ্ট্র কায়েম করা অপরিহার্য হয়ে পড়েছে।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দা.বা. বলেন, ‘আসুন, এ ধরনের একটি জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা এবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি। আল্লাহ পাক তার বিশেষ সাহায্য পাঠিয়ে আমাদের দেশ থেকে সকল প্রকার অশান্তি দূর করে শান্তির সমাজ কায়েমের ব্যবস্থা করে দিন- মহান আল্লাহর নিকট বিগলিত চিত্তে এ দোয়াই করি।
প্রিয় দেশবাসীর ভালবাসায় সিক্ত সংগঠন ইসলামী ঐক্যজোট এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।