Advertisement
মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আক্তার শেখ এর ছেলে বুলবুল শেখ, চাকরি দেওয়ার জন্য ৬ লক্ষ টাকা নিয়েছেন,এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগের বিষয়টির ভুল স্বীকার করলেন অভিযোগকারী বাগডাঙ্গা সারোল গ্রামের মিলন শেখ এর ছেলে চয়ন শেখ।
অভিযোগকারী চয়ন শেখ,তার ভুল স্বীকার করে বলেন আমার শালা রফিকুল ইসলামকে চাকরি দেওয়ার জন্য তালবাড়িয়া গ্রামের আক্তার শেখ এর ছেলে বুলবুল শেখ, কে দায়ী করে যে অভিযোগ এবং বক্তব্য দিয়েছিলাম, ১৬/ এবং ১৮ মার্চ বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ হয়েছিলো এই ঘটনা নিয়ে এলাকার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে বসে দেখা যায় যে প্রকৃত বুলবুল শেখ এর জন্য দায়ী নয়, এবং দোষী নয়, তাই আমি আমার অভিযোগ এবং বক্তব্যর জন্য, তার কাছে ক্ষমাপ্রার্থী এবং আমার অভিযোগ ও বক্তব্য প্রত্যাহার করে নিলাম
এই অভিযোগ প্রত্যাহার এবং বক্তব্যের বিষয় টা স্থানীয় লোকজন এবং বুলবুল শেখ এর ভাই হাসিব শেখ ও মোঃ কবির মোল্লা, মোঃ সহিদ মোঃ মিলন মোল্লা সহ আরও ১৫ জন থ নিশ্চিত করেন।