Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার মিরপুর -১ এর লালকুঠি এলাকায় গত ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে দৈনিক অন্যায়ের চিত্র পত্রিকার অপরাধ বিটের প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জেএফ শাহীনকে ২৪ ঘন্টার মধ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। হুমকি দাতা নিজেকে সেচ্ছাসেবক লীগ এর সাবেক সহ সভাপতি হিসেবে দাবি করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, নাম তার সোহেল ওরফে পেট্রোল সোহেল।
সাংবাদিক জান্নাতুল ফেরদৌস শাহীন বলেন, মঙ্গলবার দুপুরে মিরপুর ১ নম্বরের লালকুঠি এলাকার সিঙ্গার বাংলাদেশের একটি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে একটি এসি ক্রয় করতে গিয়েছিলাম, সেখানেই আগে থেকে ওঁৎ পেতে থাকা মিরপুরের সন্ত্রাসী ও সেচ্ছাসেবকলীগের কথিত সাবেক সহ সভাপতি সোহেল ওরফে পেট্রল সোহেল ও তার অনুসারীরা আমার উপর পরিকল্পিত হামলা চালানোর চেষ্টা করে। এ সময় সিঙ্গার বাংলাদেশের শোরুমে কর্মরত থাকা কর্মীদের হস্তক্ষেপে জীবন রক্ষা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হলে তাদের তোপের মুখে দ্রুত স্থান ত্যাগ করে সোহেল ও তার অনুসারীরা।
তিনি আরও জানান এ ঘটনায় গত ১৮/৪/২০২৩ তারিখে
দারুসসালাম থানায় একটি সাধারন ডাইরি করেছেন যার নম্বর- ৯৪৫।
এবিষয়ে সেচ্ছাসেবকলীগের কথিত সাবেক সহসভাপতি সোহেল ওরফে পেট্রল সোহেল এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মিরপুরের সেচ্ছাসেবকলীগ সভাপতি বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় যদি কোন স্বেচ্ছাসেবক লীগের কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি করেছেন।