lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-23T14:22:51Z
শিক্ষা

জিডিএস কর্তৃক ২৬৬ কৃতি শিক্ষার্থী পেল সম্মাননা

Advertisement

মোঃ কায়সার আহম্মেদ,প্রধান প্রতিবেদকঃ

পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘড়িয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় ধানুয়াঘাটা বাজার মাঠে জিডিএস এর সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা নর্থ সাউথ ইউনিভারসিটির প্রফেসর ড. হাফিজ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম মওলা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা বায়েজিদ দৌলা বিপু, শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম রসুল, চেতনায় চাটমোহর এর পরিচালক জেমান আসাদ প্রমুখ। 
বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটি (জিডিএস) কর্তৃক পাবনা জেলার চারটি উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২৬৬ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিডিএস এর সাহিত্য সম্পাদক সুমন নুর।